বাঁচবে কৃষক বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত নির্দেশনা অনুযায়ী কৃষকদের সাথে ফসল কাটার কাজে সাহায্য করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।




ইদের ছুটিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী যার যার এলাকায় অবস্থান করে স্থানীয় কৃষকদের ফসল কাটার কাজে সাহায্য করছেন জবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের এ মহৎ কাজে সন্তুষ্ট হয়ে অনেকেই প্রশংসাও করেছেন । সামাজিক যোগাযোগ মাধ‍্যমেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। 




জবি শাখা ছাত্রলীগের বাংলা বিভাগের সভাপতি তুষার মাহমুদ কৃষকের ধান কাটা শেষে বলেন, কৃষি প্রধান এই বাংলাদেশ ভৌগোলিক ও অবস্থানগত কারণে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়।যার ফলে কৃষকের ধান কাটতে নানামুখী সমস্যা সৃষ্টি হয়।কৃষিবান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের নির্দেশে,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইয়ের সৎ পরামর্শে কৃষকের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাই।এছাড়াও করোনার সময়ও অসহায় কৃষকের পাশে ছিলাম।দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ সদা প্রস্তুত। স্মার্ট ইকোনমি গড়ে তুলতে কৃষি এবং কৃষকের ভূমিকা অনেক বেশি।তাই কৃষি এবং কৃষককে বাঁচাতে পারলে দেশকে বাঁচানো সম্ভব। এজন্যই আমরা বলি বাঁচবে কৃষক বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024