|
Date: 2023-04-24 16:17:54 |
চট্টগ্রামের সিএনজি অটোরিকশার গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৫জন অগ্নিদগ্ধ হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শাহ আমানত ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, ‘দুপুরে শাহ আমানত ব্রিজ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
© Deshchitro 2024