সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রমজানের পবিত্রতা রক্ষা করে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্তরে মঙ্গল শোভাযাত্রা, উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।

আলোচনাসভা ও নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে শ্যামনগর শিল্পকলা একাডেমি, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্যামনগর আতরজান মহিলা কলেজ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ,মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024