|
Date: 2023-04-13 14:30:33 |
আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব চত্বরে এ ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সোহরাব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ডাঃ মোঃ আব্দুল হাকিম। সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুল হক ডাবলু। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আরাফাত হোসেন ডেনিসের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সিয়াবুল ইসলাম সিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সহ সভাপতি সচ্চিদান্দদে সদয়, বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, উপজেলা পরিষদ সিও নাজমুল হোসেন, বাজার কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, ব্যাংকার ইয়াছিন আলী, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, সমাজ সেবক আমিনুর রহমান, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, জ্বলেমিন হোসেন, শেখ ইয়াছিন আরাফাত, বাবুল হোসেন, ফারুক হোসেন, আমিনুরর রশিদ, খায়রুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© Deshchitro 2024