মনিরামপুরের রাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামছুল হক মন্টুকে লাঞ্ছিতের প্রতিবাদে সোমবার সমাবেশ হয়েছে।


সমাবেশে উপস্থিত উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক রমেশ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, চাকলাদার আবুল বাশার, বাবুল আক্তার, গৌর কুমার ঘোষ, শহিদুল ইসলাম মিলন, যুবলীগ নেতা শিপন সরদার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মনিরুজ্জামান মুকুল ও সম্পাদক মারুফ আল রাজি।


এদিকে একই দিনে পালটা সমাবেশের ডাক দেয় প্রতিমন্ত্রী সমর্থিত নেতাকর্মীরাও।


তবে প্রতিমন্ত্রী সমর্থিত উপস্থিত লোকজনের সংখ্যা চোখে পড়ার মতো ছিল না। পালটাপালটি সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপুরের পর থেকেই ঘটনাস্থলে ছিলেন ইউএনও জাকির হোসেন, এসিল্যান্ড আলী হাসান ও ওসি শেখ মনিরুজ্জামান। ইউএনও জাকির হোসেন বলেন, শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। গত রোববার উপজেলা পরিষদের মিটিং শেষে ফেরার পথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সমর্থিতদের দ্বারা পরিষদ চত্বরে লাঞ্ছিত হন এই ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024