পবিত্র মাহে রমজান আসে
প্রতি বছর ঘুরে ঘুরে -
এগারো মাস পরে ,
সিয়াম সাধনা সঠিক ভাবে - বান্দা তোমায়
পালন করতে যে হবে ।
ত্রিশ রোজা ত্রিশ ফরয
জান্নাতের দ্বার খোলে ।
ত্রিশ রমজানের সিয়াম সাধনায়
জমা হয় সকল সওয়াব বান্দার আমল নামায় !!
প্রথম দশ রমজান
রহমতের ছায়ায় ঘেরা -
মাঝের দশ রমজান
মাগফেরাতের সৌরবে ভরা ।
শেষ দশ রমজানে
হয় যে নাজাত ।
আর এই ভাবেই ত্রিশ রমজানের সিয়াম সাধনায়
প্রভু কবুল করেন বান্দার সকল মোনাজাত !!
১১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
১৮ দিন ৫৬ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে