আজ থেকেই ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত ‌‌জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিগগিরই জোটনেতাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী পাসপোর্ট অফিসে সিভিল সার্জনের নামে ভুঁয়া মেডিকেল সার্টিফিকেট, দোকান সিলগালা কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান-অস্ত্রসহ আটক ২ কচুয়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের কমিটি গঠন শেরপুরে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চলছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ জন পুলিশ সদস্য বাংলাদেশ হতে ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন বিশ্বে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি: আইডিএমসি ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতদের ৫৬ শতাংশ নারী ও শিশু’ রাফা ও জাবালিয়ার নিয়ন্ত্রণ নিতে হামাস-ইসরায়েল তুমুল লড়াই নিজের হারানো প্রেমের গল্প শোনালেন মিঠুন চক্রবর্তী এবার আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবিতে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন সোনাইমুড়ীতে নির্বাচনী আচরণবিধি লংঘন কৃতিত্বের সাথে নাজিয়া ইসলাম গ্লোডেন জিপিএ ৫.০০ পেয়েছে স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলায় প্রতিবাদ জানিয়েছেন সুলতান মাহমুদ বাবু


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলায়  তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এক প্রতিক্রিয়ায় ওই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলার খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।

পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, 'দীপু মনি বিএনপিকে নিয়ে বিষেধাগার করেছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বরং বাংলাদেশের মানুষ জানে দীপু মনির দল আওয়ামী লীগই গণতন্ত্রের পেছন দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি। দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করে ফেলেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছে। তারা জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আওয়ামী লীগের হীনকর্মকাণ্ড প্রতিবাদ করলেই গায়েবি মামলা ঢুকে দেয় দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা  সবই মিথ্যা। 

দীপু মনিকে ইঙ্গিত করে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'চোরের মায়ের বড় গলা। আরো লাগে দুধ কলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছে। জনগণ তাদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদেরকে অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ফলশ্রুতিতে   ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে। আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধংস বকরে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে  না। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ দীপু মনিদের প্রত্যাখ্যান করেছে। আমরা দীপু মনির কুরুচিরপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি।

উল্লেখ্য, একইদিন দুপুর সোয়া ১২টায় ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপিকে 'অবৈধ দল’ হিসেবে আখ্যা দিয়ে দলটির জন্মই হয়েছে অবৈধভাবেসহ নানাবিধ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আরও খবর