/ শিল্প ও সাহিত্য
আশিক চৌধুরীর কবিতা

রংধনু
খুঁটি বিহীন আকাশে ভেসে ওঠা পূর্ন ভূবনে
সেই অপরূপ দৃশ্য
মনের ঘরে করেছে রাজ্য
সাত রঙে রাঙিয়ে আছে
মহাকাশের অপরূপ প্রান্তর।
দেখি কভো দেখি তাহারে 'দু' নয়ন জড়িয়ে
ভরে ওঠে মন তখন ভালোবাসার আমেজে।
ঝাঁকে ঝাঁকে পাখিদের কোলাহলে
রঙিন আকাশের সৌন্দর্য দিয়েছে ঢেলে
তাদের মনোমুগ্ধকর সেই দৃশ্য
করেছে মনের ঘরে অমরত্ব।
রংধনুর সাত রঙিন রং
আকাশে উঠেছে জেগে
দেখিয়াছি মায়াবী রূপে
হয়েছি যে অম্লান।
নীল আকাশের রঙিন আলোয়
আলোকিত হয়ে ওঠে
রংধনুর ওই সাত রঙে ঝিলমিলিয়ে
রঙিন পৃথিবী হাসে।
লেখক: আশিক চৌধুরী
Tag
Comments (0)