মুখোশ পরা পাঠশালায়
পোস্টমর্টেম করা দেহকে
মন শুধু একা!
তোমাদের মহাকাল আমার ছাদের কার্নিশে
অনুভব করি ভেসে থাকা স্পর্শে,
দেখি তুমিও ইশ্বর!
যুবকের সংসারে মার্জিনের স্বপ্ন
রাষ্ট্রপতির আসনে এক মহীয়সী,
লালশাকের অভিনয়।
পৃথিবীর আগাম ইতিহাস গড়ার
ভেঙেছি চীনের মহাপ্রাচীর
একটু আগুন হবে?
একাকী ছাই করে দিবো: হাওয়ার মঞ্চে।
বাবার প্রার্থনা: কোথা যে পাই?
কাটাকাটি অসংখ্য আঁচড়,
যে গল্পের জন্ম হয়
পরিত্যক্ত হলুদ ঠিকানা ‘‘পরিচয়’’।
লেখক: ম ম মোস্তাকিম বিল্লাহ
২৬ আষাঢ় ১৪৩০
লালবাগ,ঢাকা
১০ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে