তোমার আমার দেখা হবে
ভাবছিলাম না কোনোদিন,
কত অপেক্ষার পরে দেখা হলো
এইতো সেদিন।
প্রথম দেখাতেই ভালো লাগা
মন হয়েছে এলো মেলো,
কি জানি, এই বুঝি মনে
বসন্ত এলো।
সেদিন তোমাকে দেখার পর থেকে
স্বপ্নটা তুমিময় হয়ে গেছে,
আবার জাগরণ টাও
শুধু তুমিময় হয়ে গেছে।
বলতে কি পারো
এটা কীসের অনুভূতি?
জানি, তুমি পারবে বলতে
হবে চলার সাথী ওগো রূপবতী।
আচ্ছা, প্রথম দেখাটাই কি
তোমাকে শেষ দেখা?
নাকি আবারো হবে
তোমার আমার দেখা।
১১ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৮ দিন ৪৩ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে